সমুদ্রের অঞ্চল বিভাজনঃ
পৃথিবীর সব কয়টি সাগর মহাসাগর নিয়ে সামুদ্রিক পরিবেশ। ভূপৃষ্ঠের প্রায় ৭১ ভাগ স্থান সমুদ্রবেষ্টিত। সমুদ্রের ন্যায় এত বড় বাস্তুতান্ত্রিক পরিবেশ বায়োস্ফেয়ারের আর কোথাও নেই। বিশাল এ বাস্তুতান্ত্রিক পরিবেশ ঢেউ, জোয়ার-ভাটা, স্রোত ইত্যাদির পরিবর্তন নিত্যদিনের ঘটনা। এতে নানা ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন যা সব সময়ই পরিলক্ষিত হয়। এসব বৈশিষ্ট্যগুলোর মধ্যে ভৌগোলিক অখণ্ডতা, তলদেশ, স্রোত, জোয়ার-ভাটা, আলো, তাপ, চাপ, নানা জীব ও রাসায়নিক উপাদান ইত্যাদি উল্লেখযোগ্য। এ সমস্ত বৈশিষ্ট্যের পার্থক্যের ভিত্তিতে সামুদ্রিক পরিবেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা যায়।
ভূ-প্রকৃতি ও গভীরতার ভিত্তিতে সামুদ্রিক পরিবেশ ২ ভাগে বিভক্ত। যথা- Neretic ও Ocaenic অঞ্চল।
আলোক প্রবেশ্যতার উপর ভিত্তি করে সামুদ্রিক পরিবেশ ২ ভাগে বিভক্ত। যথা- Euphotic ও Aphotic অঞ্চল।
বিজ্ঞানী J. Hedgepeth, ভূ-প্রকৃতি অনুসারে সামুদ্রিক বাস্তুতন্ত্রকে দুটি প্রধান অঞ্চলে বিভক্ত করেন। যথা-
- ভাসমান বা Pelagic পরিবেশ অঞ্চল ও
- তলদেশীয় বা Benthic পরিবেশ অঞ্চল।
(১) ভাসমান বা Pelagic পরিবেশ অঞ্চলঃ সমুদ্রের উন্মুক্ত উপরিভাগের ভাসমান অংশকে ভাসমান বা Pelagic পরিবেশ বলে। গভীরতার ভিত্তিতে সমুদ্রের পেলাজিক পরিবেশ দুটি প্রধান অঞ্চলে বিভক্ত। যথাঃ
- Neretic অঞ্চল এবং
- Oceanic অঞ্চল।
(ক) Neretic অঞ্চলঃ মহাদেশ ও সমুদ্রের মিলন স্থলে মহাদেশের যে অংশ ক্রমান্বয়ে ঢালু হয়ে সাগরে প্রবেশ করে তাকে বলা হয় মহীসোপান বা Continental Shelf । পক্ষান্তরে, মহীসোপানের উপরিভাগের পানি এলাকা যা সমুদ্র তীর হতে প্রায় ২০০ মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত সম্পূর্ণ অঞ্চলটিই হলো নেরেটিক অঞ্চল। এ অঞ্চলটি বেশ আলোকিত, ঢেউ বহুল এবং প্রচুর অক্সিজেন যুক্ত থাকে। ঋতুভেদে এর আলো, তাপ, লবণাক্ততা, দ্রবীভূত অক্সিজেন, পুষ্টি দ্রব্যাদি, ঢেউ স্রোত এবং জীবগোষ্ঠীতে বেশ তারতম্য দেখা যায়। এ অংশে জৈবিক পদার্থের প্রবাহ খুবই বেশি তাই এ অঞ্চল খুবই উর্বর। এ অঞ্চলের বাসস্থানের তটাঞ্চলে, কেল্প মোহনা, প্রবাল দ্বীপ, নিমজ্জিত সামুদ্রিক মালভূমি বা পাড় বিশেষভাবে উল্লেখযোগ্য। এ অঞ্চলের পানির উপরিভাগে Phytoplankton এবং Zooplankton যথেষ্ট পরিমাণে থাকে। এ অঞ্চলের বৈশিষ্ট্যপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র জীবকূলের মধ্যে বিভিন্ন ধরনের Diatoms, Dinoflagellates বসবাস করে। এ ছাড়া এ অঞ্চলে বসবাসকারী জীবদের মধ্যে নানা ধরনের Colentrata, Crustacean, Sponge, Annelids ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী এবঙ Herrings, Sharks, Mackerel, Blue Fishes, Eels, Tunas ইত্যাদি মাছ বিশেষভাবে উল্লেখযোগ্য।