এই পৃথিবী অসংখ্য প্রাণী দ্বারা পরিপূর্ণ। কয়টি প্রাণী সম্পর্কেই বা আমরা জানি? আমরা যে সকল প্রাণী সম্বন্ধে জানি তার চেয়ে অজানা প্রাণীর সংখ্যাই বেশি। আমাদের জীবদ্দশায় সকল প্রাণী সম্পর্কে জানা বা জ্ঞানার্জন সম্ভব নয়। তাই এখানে কিছু বিলুপ্ত প্রাণীর নাম ও তাদের বিস্তারিত আলোচনা করা হবে। এই সকল বিলুপ্ত প্রাণী কয়েক কোটি বছর পূর্বে এই পৃথিবীতে বাস করত। কিন্তু কালের বিবর্তনে আজ এ সকল প্রাণী বেঁচে নেই। বেঁচে না থাকার জন্য বেশ কিছু কারণ বিজ্ঞানীরা অনুমান করেছেন। তবে কি কারণে এ সকল প্রাণী আজ বেঁচে নেই সে সম্বন্ধে সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেন নি এবং দেওয়া সম্ভবও নয়।
১। বিলুপ্ত প্রাণীঃ Mesosaurus.
Mesosaurus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- নিম্ন Permian যুগে এরা জীবিত ছিল।
- এরা পানিতে বাস করত।
- এদের দেহ ছিল নলাকার এবং পার্শ্বীয় ভাবে চাঁপা।
২। বিলুপ্ত প্রাণীঃ Ichthyosaurus এবং Opthalmosaurus.
Ichthyosaurus এবং Opthalmosaurus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- Triassic থেকে Cretaceous যুগ পর্যন্ত জীবিত ছিল।
- এরা ছিল জলজ এবং এদের দেহ ছিল ডলফিনের মতো।
- এদের উপাঙ্গগুলো প্যাডেলে রূপান্তরিত হয়েছিল।
৩। বিলুপ্ত প্রাণীঃ Plesiosaurus এবং Lariosaurus.
Plesiosaurus এবং Lariosaurus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- Triassic থেকে Cretaceous যুগ পর্যন্ত জীবিত ছিল।
- এরা সামুদ্রিক পরিবেশে বাস করত।
- এদের দেহ ছিল নলাকার এবং উপাঙ্গ ছিল বৈঠাকৃতির।
৪। বিলুপ্ত প্রাণীঃ Ornithosucus এবং Phytosaurus.
Ornithosucus এবং Phytosaurus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- এরা ছিল ক্ষুদ্রাকৃতির মাংসাশী সরীসৃপ।
- এদের করোটি ছিল সরু ও লম্বাটে।
- পিছনের লম্বা পায়ের উপর ভর দিয়ে চলা প্রবণতা ছিল।
৫। বিলুপ্ত প্রাণীঃ Brontosaurus এবং Diplodocus.
Brontosaurus এবং Diplodocus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- এরা ছিল Mesozoic মহাযুগের অতিকায় সরীসৃপ (ডাইনোসর)।
- এদের মাংসাশী প্রাণী দুই পায়ে এবং শাকাশী প্রাণীরা চারপায়ে ভর দিয়ে চলত।
- শ্রোণিচক্র ছিল ত্রিমুখী।
৬। বিলুপ্ত প্রাণীঃ Iguanodon এবং Stegosaurus.
Iguanodon এবং Stegosaurus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- এরা ছিল পক্ষী সদৃশ ডাইনোসর।
- এদের শ্রোণিচক্র ছিল চতুর্মুখী।
- তৃণভোজী এই প্রাণীরা দ্বিপদী বা চতুষ্পদী চলন সম্পন্ন করত।
৭। বিলুপ্ত প্রাণীঃ Pteranodon.
Pteranodon প্রাণীর বৈশিষ্ট্যঃ
- এরা উড়ন্ত সরীসৃপ হিসাবে পরিচিত ছিল।
- এদের অস্থিগুলো ছিল বায়ুপূর্ণ।
- অগ্রপদে পর্দার ন্যায় ডানা ছিল।
- এদের লেজ ছিল লম্বা।
৮। বিলুপ্ত প্রাণীঃ Protasaurus.
Protasaurus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- এরা ছিল স্থলচর আদিম সরীসৃপ।
- এদের দেহ ছিল ক্ষুদ্র টিকটিকির ন্যায়।
- Permian থেকে Tiassic যুগ পর্যন্ত এরা জীবিত ছিল।
৯। বিলুপ্ত প্রাণীঃ Youngina.
Youngina প্রাণীর বৈশিষ্ট্যঃ
- আদিম প্রকৃতির সরীসৃপ।
- করোটির ফোসা দুটি চোখের পিছনে অবস্থিত ছিল।
- এরা স্থলবাসী ছিল এবং গর্তের মধ্যে বাস করত।
১০। বিলুপ্ত প্রাণীঃ Dimetrodon এবং Varanosaurus.
Dimetrodon এবং Varanosaurus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- Carboniferous এর শেষ ভাগ থেকে Permian যুগ পর্যন্ত বিস্তৃত ছিল।
- এদের করোটির সম্মুখপ্রান্ত লম্বা এবং পশ্চাৎ প্রান্ত উঁচু ছিল।
- এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত যুক্ত ছিল।
- কোনো কোনো প্রজাতির পৃষ্ঠদেশে দীর্ঘ কাঁটা উপস্থিত ছিল।
১১। বিলুপ্ত প্রাণীঃ Dicynodon এবং Cynognathus.
Dicynodon এবং Cynognathus প্রাণীর বৈশিষ্ট্যঃ
- কিছু সদস্য Permian থেকে Triassic এবং কিছু সদস্য Jurassic সময়-কাল পর্যন্ত বিস্তৃত ছিল।
- এদের করোটির টেম্পোরাল ফসা ছিল অনেক বড়।
- স্তন্যপায়ীদের মতো এদের অক্সিপিটাল কন্ডাইল ছিল ২টি।
- এদের চোয়ালে ৪ ধরনের দাঁত উপস্থিত ছিল।