পরাগরেণু ব্যবহার করে অপরাধী শনাক্তকরণ? কীভাবে সম্ভব হয়েছে?

ফরেনসিক মেডিসিনের ধারণাঃ বর্তমানে অপরাধ বিষয়ক গবেষণায় পরাগরেণুবিজ্ঞান যুক্ত হয়েছে। যখন কোনো কারণে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তখন বিচারকাজে সহায়তা করার জন্য মৃত্যুর সঠিক কারণ বা চিকিৎসা শাস্ত্রীয় মতে প্রামাণিক চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তা এবং উপস্থাপনা হচ্ছে ফরেনসিক মেডিসিন।

কোনো এক অবস্থানে পরাগরেণুর উপস্থিতি সে অঞ্চলের উদ্ভিদকুলের উপস্থিতির সাথে সম্পর্কযুক্ত। তাই এলাকাভিত্তিক উদ্ভিদের পরাগ-ফ্লোরা এ ধরনের গবেষণায় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়টি বর্তমান সময়ের উদ্ভিদের মতো নিকট অতীতকালের পরাগকণাও সম্পৃক্ত হতে পারে। এ ধারার গবেষণায় এখানে মাত্র দুটি উদাহরণের মাধ্যমে এর ব্যবহার ও গুরুত্ব অনুধাবন করা যাবে। এখানে দুটি ঘটনা উপস্থাপন করা হলো। এর একটি সুইডেনের এবং অন্যটি অস্ট্রিয়ার।

সুইডেনের ঘটনাঃ একজন মহিলা খুন হন এবং তাকে এক স্থান থেকে উদ্ধার করা হয়। কিন্তু তার কাপড়-চোপড় পরীক্ষা করে দেখা যায় তার দেহ যেখানো পাওয়া গেছে সে অবস্থানের পরাগরেণুর সাথে মিল নেই। পরবর্তীকালে তার মৃত্যুর ঘটনা এবং সন্দেহজন ব্যক্তির জুতা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে কোন ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে এবং ঘটনাটি কোথায় ঘটেছিল।

অস্ট্রিয়ার ঘটনাঃ এক ব্যক্তি ভিয়েনার কাছাকাছি দানয়ুব থেকে উধাও হয়ে যায়। তাকে কোথাও পাওয়া না যাওয়ায় খুন হয়েছে কি-না তার সন্দেহ ঘনীভূত হতে থাকে। এ অবস্থায় পুলিশ সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে আটক করে; কিন্তু কোনো প্রকার চার্জ গঠন করতে পারছিলো না এবং সবাই এক বাক্যে এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছিলো। কিন্তু এদের মধ্যে এক ব্যক্তির জুতার সাথে টারশিয়ারি সময়ের কিছু পাইন ও অ্যাল্ডার উদ্ভিদের পরাগ মিশ্রণ পাওয়া গেল। এদিকে দানিয়ুব এলাকার বিভিন্ন অঞ্চলের বর্তমান ও অতীত সময়ের উদ্ভিদ বিবর্তন ধারা, তথা পরাগের বিস্তৃত মানচিত্র তৈরি করা আছে, যার সাথে জুতা থেকে পরাগের বৈশিষ্ট্য মিলিয়ে দেখা গেল যে, সে অঞ্চলে মাত্র একটি এলাকাতেই পাইন ও অ্যাল্ডার উদ্ভিদের এক সাথে অবস্থান ছিলো। এরপর পুলিশ সে অবস্থানে ব্যাপক তল্লাশি করে একটি নির্জন এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে। তখন এদের একই পরাগ বৈশিষ্ট্য থেকে ঘাতক ব্যক্তিকে নিশ্চিত করা সম্ভব হয়।

জুরিখ অপরাধবিশেষজ্ঞের ডায়রিঃ এছাড়াও এক ব্যক্তি খুন হয় একটি অবস্থানে। ব্যক্তিটিকে খুন করা হয়েছে নির্দিষ্ট এক ধরনের পিস্তল দিয়ে। যে ব্যক্তিকে সন্দেহ করা হয় তার পিস্তল পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি পিস্তলের ব্যারেল পরিষ্কার করার সময় গ্রিজ লাগিয়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন যে, পিস্তলটি গত মার্চ মাস থেকে তা কখনও ব্যবহার করেননি। কিন্তু ঘটনাটি এর ছয়মাস পর ঘটেছে যখন হেজেল ও বার্চ উদ্ভিদ পুষ্পধারণ করেছে। পিস্তলের গ্রিজের সাথে এদের পরাগ উপস্থিতি প্রমাণ করে যে, পিস্তলটি ওই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে ব্যবহার করার পর তা গ্রিজ দিয়ে পরিষ্কার করে রেখেছে। যে মাসে ঐ ব্যক্তিও খুন হয়েছিলেন।

সুতরাং অপরাধ জগতের নানা প্রকার প্রামাণিক উপদানের মধ্যে পরাগরেণু উপাদানও ব্যাপক সহায়ক উপাদান হিসেবে এখন বহুল ব্যবহার শুরু হয়েছে। এবং বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Clicky