উভচর উদ্ভিদঃ যে সকল উদ্ভিদ অগভীর পানি অথবা কাঁদায় জন্মায় ও মূল পানির নিচে মৃত্তিকায় আবদ্ধ থাকে এবং দেহ কাণ্ড আংশিক বা সম্পূর্ণভাবে পানির উপরে থাকে তাদেরকে উভচর উদ্ভিদ বলে। যেমন- Ipomoea sp., Jussica sp., Typha sp., Alisma sp. ইত্যাদি।
উভচর উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যঃ
- কাণ্ড ভূ-নিম্নস্থ এবং লতানো।
- বিটন পানির উপর দ্রুত বর্ধিত ও প্রসারিত হয়।
- কোনো কোনো ক্ষেত্রে পাতা দুই প্রকার। যথা- (ক) নিমজ্জিত (খ) বায়বীয়।
- বায়বীয় পাতায় স্টোমা ও কিউটিকল বিদ্যমান।
- পরিবহন কলা সুগঠিত।
- কলায় বায়ুকুঠুরী বিদ্যমান।
- এন্ডোডার্মিস অঞ্চলের কোষ প্রাচীর মোটা।
- মেসোফিল পলিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমায় বিভক্ত।
ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলার কারণঃ উভচর বলতে পানি ও মাটির মধ্যবর্তী অবস্থান্তর অঞ্চলকে বুঝায়। আর এই অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মে তাকে উভচর উদ্ভিদ বলে। উভচর অঞ্চলে দু’টি প্রান্তীয় তথা স্থলজ ও জলজ বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। ব্রায়োফাইটের কতিপয় জলজ প্রজাতি ব্যতীত বাকি সব প্রজাতিই স্থলজ। স্থলজ হলেও এদের পানি পরিশোষণের দুর্বল ব্যবস্থা পরিলক্ষিত হয়। কারণ, রাইজয়েডই একমাত্র অঙ্গ যা দ্বারা পানি পরিশোষিত হয়। আবার চরম শুষ্ক অবস্থাও এদের জন্য উপযোগী। যে কয়েকটি প্রজাতি পানিতে জন্মে তাদের জলজ স্বভাব দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য হিসেবে অর্জিত হয়। পানি শুকানোর পর এগুলো আবার কর্দমাক্ত পরিবেশে টিকে থাকতে পারে। যেমন- Riccia sp, Riella প্রভৃতি।
ব্রায়োফাইটের অধিকাংশ প্রজাতি স্থলজ হলেও এদের যৌন জননের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। এছাড়া ব্রায়োফাইটের অধিকাংশ প্রজাতি স্থলজ হলেও এদের যৌন জননের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। এছাড়া অ্যান্থেরিডিয়াম হতে নির্গত শুক্রাণু পানিতে সন্তরণ করে থাকে। শুক্রাণু কর্তৃক সন্তরণ অক্ষুণ্ন রাখার এ স্বভাব জলজ উদ্ভিদের একটি সুস্পষ্ট বৈশিষ্ট্য। এছাড়া ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের নিষেক প্রক্রিয়া পানির উপর সম্পূর্ণ নির্ভরশীল। তাছাড়া এদের অঙ্গজ বর্ধনের জন্যও পানির প্রয়োজন হয়।
ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদ স্থলজ হলেও জীবনধারণের এক পর্যায়ে এদের পানির প্রয়োজন হয়। আর এ অবস্থা শুধু উভচর অঞ্চলে বর্তমান। থ্যালাস বিশিষ্ট ব্রায়োফাইটে বায়ু প্রকোষ্ঠের উপস্থিতি জলজ উদ্ভিদেরই একটি বৈশিষ্ট্য। তাই ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদ মাটি ও পানির মধ্যবর্তী উভচর অঞ্চলে তথা আর্দ্র পরিবেশে স্বাভাবিকভাবে জন্মে থাকে এবং পানি ছাড়া জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না বলেই ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ (Amphibian plant) বলা হয়।
Image source: www.pixabay.com
সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।