সৃজনশীল প্রশ্নঃ
A | B | C |
শামুক | তারামাছ | মাগুর মাছ |
ক) দ্বিপদ নামকরণ কাকে বলে?
খ) শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ) ‘A’ পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের B ও C একই শ্রেণিভুক্ত কি না তার যৌক্তিক মতামত দাও।
উত্তরঃ
ক) একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই পদ বিশিষ্ট হয়। এই দুই পদ বিশিষ্ট নামকরণের পদ্ধতিকে দ্বিপন নামকরণ বলে।
খ) শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তাঃ
(i) শ্রেণিবিন্যাসের সাহায্যে পৃথিবীর সকল প্রাণী সম্বন্ধে খুব সহজে, অল্প সময়ে ও অল্প পরিশ্রমে জানা যায়।
(ii) নতুন প্রজাতি সনাক্ত করতে শ্রেণিবিন্যাস অপরিহার্য।
(iii) প্রাণিকুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক জানা যায়।
(iv) প্রাণিকুলের অভিযোজন ও বিবর্তন সম্বন্ধে ধারণা পাওয়া যায়।