About

আহরণ ডট কম একটি বাংলা ব্লগ। এখানে আমরা মূলত বাংলাদেশের শিক্ষা কারিকুলামের পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাডেমিক পড়াশোনার বিভিন্ন বিষয়, যেমনঃ প্রশ্ন ও উত্তর পত্র, মানসস্মত একাডেমিক নোট, সিলেবাস, সাজেশন ধারাবাহিক ভাবে প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি বাংলাদেশের স্কুল-কলেজের সৃজনশীল ও এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর ও পিডিএফ আকারে কিছু নোট তৈরি করে, কখনো কখনো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মাত্র।

 

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার প্রশ্নোত্তর, পিডিএফ ফরম্যাটে একাডেমিক বিভিন্ন ক্লাসের ক্রিয়েটিভ প্রশ্নোত্তর, ৩০ টি করে এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর, সাধারণ জ্ঞানের এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর, চাকরির জন্য দরকারি প্রশ্নোত্তর এর জন্য আহরণ ডট কমকে একটি নির্ভরযোগ্য ও আপডেটেড রিসোর্স হিসেবে গড়ে তোলাই আহরণ টিম এর লক্ষ্য।

 

বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়াতো আজকের বিশ্ব কল্পনা করা যায় না। তাই যথাযথ বিজ্ঞান জ্ঞান, বিজ্ঞানের ব্যবহার, সঠিক প্রয়োগ আর ব্যবহারিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহারে উদ্ধুদ্ধ করতে আহরণ ডট কম ব্লগ টিম শিক্ষা-বিজ্ঞান-প্রযুক্তিকে ব্লগের নিশ (Niche) করে সকল স্তরের পাঠকদের কাছাকাছি পৌঁছাতে চায়।

 

বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম আর সফলতার গল্পগাঁথা, আবিস্কারের পিছনের কাহিনী, মজার মজার আবিস্কার, উদ্ভাবনের ইতিহাস জানাতে চাই, জানাতে চাই বিজ্ঞানীদের জীবনীও।

 

বিনোদন, খেলাধুলা, ফ্যাশন তো আমাদের জীবনেরই অংশ, আর স্বাস্থ্য সচেতন না হলে তো বিপদের অন্ত নেই। জানতে হবে, মানতে হবে। এটাই শেষ কথা।


সকলের সুস্বাস্থ্য আর শুভ কামনায়,
টিম আহরণ ডট কম এর পক্ষে,
শফিউল ইসলাম

ইমেইল : shofi.mongla@gmail.com
ফোন : +8801537-035800

 

সোশ্যাল মিডিয়াতে আমরা

ফেসবুক

টুইটার

ইউটিউব

Clicky